কলকাতা | পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শীতের তীব্রতা বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ঘন কুয়াশা ছেয়ে ফেলেছে বিস্তীর্ণ এলাকা। ভোরের দিক থেকে কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও যান চলাচল।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণবঙ্গের বহু জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।
ভোরের দিকে ঘন কুয়াশার কারণে জাতীয় সড়ক ও রেলপথে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। ফলে বেশ কয়েকটি জায়গায় যান চলাচল ধীরগতিতে চলছে। কিছু ট্রেন দেরিতে চলার খবরও পাওয়া গেছে।
কলকাতাতেও সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১১–১২ ডিগ্রি সেলসিয়াসে। শীতের দাপটে রাস্তাঘাটে কমেছে মানুষের চলাচল।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং রাত ও ভোরের দিকে কুয়াশা আরও ঘন হতে পারে। উত্তরবঙ্গে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে প্রবীণ, শিশু ও অসুস্থ ব্যক্তিদের শীত থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে চালকদের কুয়াশার সময় গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।



