Bong insider

ক্যানিং-এর উপর গভীর নিম্নচাপ: হাওড়া জেলা জুড়ে সতর্কতা ! প্রভাব পড়বে কলকাতাতেও

14.4K আবহাওয়া 3 months ago

আজ শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের আকাশে তৈরি হয়েছে এক গভীর নিম্নচাপ, যার কেন্দ্রস্থল বর্তমানে ক্যানিং এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে হাওড়া জেলার উপর দিয়ে অতিক্রম করে যাবে।

এই নিম্নচাপ হাওড়া জেলার উলুবেড়িয়া, পাঁচলা ও বাগনান হয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের দিকে এগিয়ে যাবে। শুক্রবার রাতের মধ্যেই এটি হাওড়া জেলা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে হাওড়া ও কলকাতা জেলায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহরবাসীকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রভাবিত এলাকা হাওড়া জেলার আমতা, উলুবেড়িয়া, বাগনান ও শ্যামপুর
নিম্নচাপের প্রভাবে হাওড়া জেলার আমতা, উলুবেড়িয়া, বাগনান, শ্যামপুর সহ বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। জল জমে যাওয়া, গাছ পড়ে যাওয়া বা বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পরামর্শ:

  • অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ।
  • বিদ্যুৎ সংযোগ বা জলমগ্ন এলাকায় সাবধানে চলাচল করুন।
  • স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন।

Bangla Express News আপনাকে আপডেট রাখছে নিম্নচাপ সংক্রান্ত সমস্ত খবর নিয়ে। চোখ রাখুন আমাদের পোর্টালে।

Latest Update