Bong insider

বাংলাদেশি অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার, বিকেলেই জামিনে মুক্তি

9.06K জেলার খবর 2 months ago

সাউথ ২৪ পরগনা/কলকাতা/নদিয়া, ৩১ জুলাই ২০২৫:
বাংলাদেশি নাগরিকদের বেআইনি অনুপ্রবেশের অভিযোগ ঘিরে ফের তৎপর পুলিশ। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে এক বাংলাদেশি নাগরিককে পাকড়াও করে পুলিশ। অভিযোগ, তিনি ভারতের বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।

তবে দুপুরেই তাঁকে বারুইপুর আদালতে তোলা হলে, প্রাথমিকভাবে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় বিকেলেই জামিনে মুক্তি পান ওই ব্যক্তি। পুলিশ জানায়, বিষয়টি এখনও তদন্তাধীন।

গলফগ্রিনে ৫ এবং নদিয়ার ধানতলায় ৬ বাংলাদেশি গ্রেফতার

অন্যদিকে, বৃহস্পতিবারই কলকাতার গলফগ্রিন এলাকা থেকে পাঁচজন এবং নদিয়ার ধানতলা এলাকা থেকে ছয়জন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ। সূত্রের খবর, এদের সবার কাছ থেকেই ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড পাওয়া গিয়েছে, যেগুলোর যথার্থতা নিয়েও প্রশ্ন উঠছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, গলফগ্রিনের ধৃতরা দীর্ঘদিন ধরেই স্থানীয় নির্মাণস্থানে শ্রমিকের কাজ করছিলেন। অনেকেই ফাল্গুনী মার্কেট, যাদবপুর, বাইপাস সংলগ্ন এলাকায় ঠিকানা ব্যবহার করতেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

নদিয়ার ধৃতদের ক্ষেত্রেও একই রকম অভিযোগ—ভুয়ো পরিচয়পত্র ও জাল নথির ভিত্তিতে নাগরিকত্বের দাবি

কী বলছে প্রশাসন?

এক সিনিয়র পুলিশ কর্তা বলেন,

“আমরা এখন যাচাই করছি, ধৃতদের মধ্যে কেউ কোনও মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত কি না। এছাড়াও স্থানীয়ভাবে কাদের সহায়তায় তারা এখানে ঘাঁটি গেঁড়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”

রাজনৈতিক প্রতিক্রিয়া

এই গ্রেফতারের খবরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। বিরোধীরা সরকারের শিথিলতার অভিযোগ তুলে বলেছে, “এই অনুপ্রবেশকারীরা কেবল ভোটব্যাঙ্ক নয়, নিরাপত্তার প্রশ্নও তৈরি করছে।”

তৃণমূলের তরফে পাল্টা প্রতিক্রিয়া, “যাঁদের ধরা হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজেপি অকারণে বিষয়টিকে রাজনৈতিক রঙ দিচ্ছে।”

বাংলাদেশি অনুপ্রবেশ সংক্রান্ত এই একাধিক ধরপাকড় ফের প্রমাণ করছে সীমান্ত এলাকার সুরক্ষা এবং শহরে বসবাসকারী অবৈধ নাগরিকদের খুঁজে বার করে যথাযথ আইনি পদক্ষেপের প্রয়োজনীয়তা। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে, প্রয়োজনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেওয়া হবে।

Similar News

Latest Update