Bong insider

দিল্লি পুলিশের ‘ভিত্তিহীন’ বলা অভিযোগের বিপরীতে মুখ খুললেন নির্যাতিত পরিবার, কলকাতায় সাংবাদিক সম্মেলন তৃণমূল ভবনে

8.1K জাতীয় 2 months ago

কলকাতা, ৩১ জুলাই, ২০২৫:
যে অভিযোগকে দিল্লি পুলিশ আগেই “ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছিল, আজ তার জবাব এলো কলকাতার বুক থেকে। সেই নির্যাতিত পরিবার, যাদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পোস্ট করেছিলেন, আজ কলকাতার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে দিলেন বিস্ফোরক বিবৃতি। তাদের অভিযোগ: দিল্লিতে বাংলাভাষী হওয়ার ‘অপরাধে’ নারকীয় অত্যাচার চালানো হয়েছে তাদের উপর।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সামিরুল ইসলাম ও মৌসম নূর। নির্যাতিত পরিবার—একজন নারী, তার কিশোরী কন্যা এবং শিশু সন্তান – তাদের ওপর দিল্লির প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দাদের দ্বারা চালানো নির্যাতনের কথা গলা চিরে বর্ণনা করেন।

তাদের বক্তব্য অনুযায়ী, বাঙালি পরিচয় থাকায় তাদের উপর চলেছে হেনস্থা, অপমান, এমনকি শারীরিক নির্যাতনও। “আমরা দিল্লিতে কাজ করতে গিয়েছিলাম, কিন্তু আমাদের বাংলাভাষী শুনেই অকথ্য গালাগালি, ধাক্কাধাক্কি এমনকি শিশুকেও মারধর করা হয়,” জানান নির্যাতিতা মহিলা।

ঘটনার পর তৃণমূল কংগ্রেস তাঁদের পাশে দাঁড়ায় এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উৎসাহ দেয়। আজ কলকাতায় সাংবাদিক বৈঠকের পর ওই পরিবার দিল্লির প্রগতি ময়দান থানায় নির্যাতনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, “যারা মুখ্যমন্ত্রীর পোস্টকে রাজনৈতিক বলে ব্যাখ্যা করছিল, তাদের এখন জবাব দিয়ে গেছেন ভুক্তভোগীরাই। সত্য প্রকাশ পেয়েছে। বাংলা কোনও বাঙালির উপর নির্যাতন সহ্য করবে না।”

সাংসদ মৌসম নূর বলেন, “যে পুলিশ বলেছিল অভিযোগ ভিত্তিহীন, তাদের উচিত এখন নিজেদের মুখ আয়নায় দেখা।”

এই ঘটনায় তৃণমূল কংগ্রেস দাবি করেছে, দিল্লি পুলিশের নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এখন দেখার বিষয়, দিল্লি প্রশাসন ও পুলিশ এই ঘটনার জবাবে কী পদক্ষেপ নেয়। তবে বাংলার মাটি থেকে নির্যাতিতদের জবাব এখন গোটা দেশের কাছে এক প্রতিবাদের বার্তা হয়ে উঠছে।

Latest Update