Bong insider

সুদীপের জায়গায় লোকসভার দলনেতা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়

6.72K রাজনীতি 2 months ago

কলকাতা, ৪ আগস্ট ২০২৫:
২০২৬ সালের লোকসভা ভোটের আগে বড়সড় সাংগঠনিক পরিবর্তনের পথে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদদের নেতৃত্বে রদবদল এনে নতুন বার্তা দিল দল। অভিজ্ঞ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-এর জায়গায় এবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ঘোষণার ঠিক পরপরই দলীয় ক্ষোভ প্রকাশ করে মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,
“দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছেন সংসদে কো-অর্ডিনেশন হচ্ছে না। তাই আমি পদ ছেড়ে দিচ্ছি। লোকসভায় এখন থেকে পিছনের সারিতে বসব।”
তাঁর কথার মধ্যে স্পষ্টভাবে ধরা পড়েছে অভিমান আর ক্ষোভের সুর।

দলের তরফ থেকে জানানো হয়েছে, সাংসদদের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব থাকায় এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের একাংশ মনে করছে, এই পরিবর্তনের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা আরও মজবুত হবে এবং ২০২৬-এর ভোটে প্রস্তুতি আরও ফলপ্রসূ হবে।

তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—এটা কি শুধুই সাংগঠনিক পদক্ষেপ, নাকি দলের অভ্যন্তরীণ টানাপোড়েনেরই প্রতিফলন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে যে অসন্তোষের সুর রয়েছে, তা অস্বীকার করা যাচ্ছে না।

এখন দেখার বিষয়, এই রদবদলের প্রভাব কীভাবে পড়ে দলীয় শৃঙ্খলা ও সংসদীয় কৌশলে—বিশেষ করে ভোটের মুখে যেখানে প্রত্যেকটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

Latest Update