Bong insider

ভয়াবহ ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব: সতর্ক থাকার আহ্বান

1.44K স্বাস্থ্য 2 months ago

বর্তমানে রাজ্যজুড়ে এক অজানা ভাইরাসজনিত জ্বরের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকদের মতে, আক্রান্ত রোগীদের মধ্যে তীব্র জ্বর (শরীরের তাপমাত্রা অনেক ক্ষেত্রে ১০৩° থেকে ১০৪° পর্যন্ত উঠে যাচ্ছে), শরীরের বিভিন্ন অংশে ব্যথা, প্রচণ্ড দূর্বলতা এবং রক্তচাপ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে।

প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল ডেংগু বা চিকুনগুনিয়া। তবে ব্লাড টেস্টে সেগুলোর কোনো উপস্থিতি পাওয়া যাচ্ছে না। ফলে চিকিৎসকরা একে ‘অজ্ঞাত ভাইরাসজনিত জ্বর’ হিসেবে চিহ্নিত করছেন। অনেক ক্ষেত্রেই আক্রান্তদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

চিকিৎসকদের মতে, জ্বর কমে গেলেও শরীরের ব্যথা ও ক্লান্তি দীর্ঘদিন ধরে থেকে যাচ্ছে, যা রোগীদের অসুবিধায় ফেলছে।

সতর্কতা ও প্রতিরোধ

সকলকে বর্তমানে অতিরিক্ত সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানোর জন্য ঘরে তৈরি কিছু উপায়ও কার্যকর হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন –

  • সকালে তুলসী, আদা, লবঙ্গ ও দারুচিনি মিশিয়ে রং চা (প্রয়োজনে এক চামচ মধু দিয়ে) পান করলে উপকার মিলতে পারে।
  • পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, হাইড্রেটেড থাকা এবং সুষম খাদ্যগ্রহণ রোগ প্রতিরোধে সহায়ক হবে।

চিকিৎসক ও স্বাস্থ্য দপ্তর বারবার সতর্কবার্তা দিচ্ছেন – জ্বরকে হালকাভাবে নেবেন না। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সর্বোত্তম উপায়।

Latest Update