Bong insider

ঐতিহ্যের নতুন ছন্দ: পুজোয় প্রথমবার ছোটদের ধুনুচি নাচ নিয়ে এলো Nestlé NANGROW

2.88K বিনোদন 1 week ago

কোলকাতা, ২৭ সেপ্টেম্বর ২০২৫: বাঙালির দুর্গাপুজো মানেই এক চলমান উৎসব, যেখানে ঢাকের তালে নেচে ওঠে শহরের প্রতিটি কোণ। এই উৎসবের অন্যতম আকর্ষণ ধুনুচি নাচ আগুনের শিখা আর ধূপের গন্ধে ভরা এক অনন্য নৃত্যরীতি। এতদিন এই নাচের মঞ্চ ছিল শুধুই বড়দের জন্য। কিন্তু এ বছর সেই প্রথা ভাঙল Nestlé NANGROW, নিয়ে এল ছোটদের জন্য এক অভিনব চমক।

এই পুজোয় তাদের মূল ভাবনা “No to Oh with Nestlé NANGROW” নতুন করে ধরা দিল আহিরীটোলা সর্বজনীনের প্যান্ডেলে। প্রথমবারের মতো ধুনুচি নাচে অংশ নিল শিশুরা, তাদের ছোট ছোট পায়ের ছন্দে মিশল Pujo-র মাধুর্য ও দুষ্টুমির রঙ।

পুজোর বড় মঞ্চে ছোটদেরও সমান জায়গা দিতে এবং 7 Signs of Growth উদ্‌যাপন করতে Nestlé NANGROW তৈরি করেছে Dhunuchi Junior একটি মজাদার ও অভিনব ধুনুচি যা চলে জলের সাহায্যে। আগুন নয়, জল দিয়ে তৈরি এই বিশেষ ধুনুচি বাচ্চাদের জন্য একেবারে নিরাপদ। ফলে বাবা-মায়ের হাত ধরে শিশুরাও এবার অংশ নিল ঐতিহ্যবাহী ধুনুচি নাচে, উৎসবে যোগ করল নতুন ছন্দ।

শিশুর সঠিক বিকাশের জন্য প্রয়োজন সঠিক পুষ্টি। তাই Nestlé NANGROW-এ রয়েছে DHA, Whey Protein, Vitamin D-সহ আরও নানা পুষ্টি উপাদান, যা বাচ্চাদের 7 Signs of Growth পূরণে সাহায্য করে।

২৭ সেপ্টেম্বর পঞ্চমীর সন্ধ্যা। উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীনের প্যান্ডেলে তখন ঢাকের তালে উপচে পড়ছে জনসমুদ্র। সন্ধ্যা পাঁচটা বাজতেই শুরু হল বহু প্রতীক্ষিত মুহূর্ত—পাঁচজন শিশু ও তাদের বাবা-মায়ের মিলিত ধুনুচি নাচ। ঢাকের বাদ্যি ও ঝলমলে আলোর মধ্যে ছোট ছোট হাতের ধুনুচি নাচ দর্শকদের হৃদয় জয় করে নিল। প্রতিটি হাসি, প্রতিটি পদক্ষেপে ঐতিহ্য আর নতুন প্রজন্মের আনন্দ মিশে গেল একাকার।

দুর্গাপুজো কেবল আচার-অনুষ্ঠানের সীমায় আটকে নেই। এটি এমন এক মেলবন্ধন যেখানে পুরনো ঐতিহ্যের সঙ্গে মিশে যায় নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনার দিকেই এগিয়ে দিয়েছে Nestlé NANGROW-এর এই উদ্যোগ, যেখানে বয়সের বাঁধা ভেঙে ছোটরাও পেল সমান অংশগ্রহণের সুযোগ।

প্রতিটি বাচ্চাই স্বপ্ন দেখে ধুনুচি হাতে ঢাকের তালে নাচার। কিন্তু আগুনের ভয় দেখিয়ে বাবা-মায়ের মুখে শোনা যায় জোরালো “না”। এবার সেই ‘না’-কে বদলে দিয়েছে Dhunuchi Junior, এনে দিয়েছে সুরক্ষিত আনন্দের “হ্যাঁ!”।

Dhunuchi Junior দেখিয়ে দিল, নতুন সম্ভাবনার মধ্যেই ঐতিহ্য আরও জীবন্ত হয়ে ওঠে। প্রজন্মের ফারাক ঘুচিয়ে Nestlé NANGROW শুধু দুর্গাপুজোর অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করল না, শিশুদের পুষ্টি ও বেড়ে ওঠার বার্তাও পৌঁছে দিল সবার কাছে।

দিনের বিশেষ আকর্ষণ হিসেবে প্যান্ডেলে উপস্থিত ছিলেন RJ মির্চি মোহর। তাঁর প্রাণবন্ত আড্ডা ও কথোপকথনে ভিড় মেতে উঠল আনন্দে, আর উৎসবের আবহ পেল এক অন্য মাত্রা।

Images Captured by : Monojit Dutta

Latest Update