Bong insider

কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি পশ্চিমবঙ্গে তাদের ষষ্ঠ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করল সোদপুরে

3K বাণিজ্য 2 weeks ago

শুভ ‘দুর্গাপুজো’ মৌসুমকে সামনে রেখে পশ্চিমবঙ্গে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি। হরি কৃষ্ণ গ্রুপের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মিঃ ঘনশ্যাম ধোলকিয়া, হরি কৃষ্ণ এক্সপোর্টস-এর সিইও মিঃ পিন্টু ধোলকিয়া এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিসনা গর্বের সাথে উদ্বোধন করল তাদের ষষ্ঠ এক্সক্লুসিভ শোরুম। নতুন এই শোরুমটি কলকাতার ব্যস্ত বাণিজ্যকেন্দ্র সোদপুরে অবস্থিত।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কিসনা নিয়ে এসেছে একাধিক আকর্ষণীয় অফার। ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে সর্বোচ্চ ৭৫% ছাড় এবং গোল্ড জুয়েলারির মেকিং চার্জে সর্বোচ্চ ২৫% ছাড় থাকছে উৎসবকালীন কেনাকাটায়। এছাড়া আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ক্রেতারা উপভোগ করতে পারবেন অতিরিক্ত ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। শুধু তাই নয়, ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ‘শপ অ্যান্ড উইন’ ক্যাম্পেইন, যেখানে হিরে ও সোনার গহনা কিনে জিতে নেওয়া যাবে ১০০০+ স্কুটার এবং ২০০+ গাড়ি

উদ্বোধন উপলক্ষে হরি কৃষ্ণ গ্রুপের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মিঃ ঘনশ্যাম ধোলকিয়া বলেন,
“কলকাতা এক প্রাণবন্ত বাজার, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার অসাধারণ সমন্বয় রয়েছে। সোদপুর আমাদের সুযোগ করে দিয়েছে নানা ধরনের ভোক্তাদের সেবা করার। ‘দুর্গাপুজো’র এই শুভ সময়ে শোরুম উদ্বোধন আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি নতুন সূচনা ও আনন্দের প্রতীক। এটি আমাদের ভিশন ‘হর ঘর কিষ্ণা’-র সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ-যেখানে আমরা ভারতের দ্রুততম বর্ধনশীল জুয়েলারি ব্র্যান্ড হিসেবে প্রতিটি নারীর হিরের গহনা পরার স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”

কিসনা’র ডিরেক্টর মিঃ পরাগ শাহ যোগ করেন,
“দুর্গাপুজো হলো সংস্কৃতি, ঐতিহ্য আর কালজয়ী শৈলীর উৎসব। সোদপুরে আমাদের নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে এই উৎসবকে আমরা আরও উজ্জ্বল করতে চাই। আমাদের অসাধারণ উৎসবকালীন সংগ্রহ আর আকর্ষণীয় অফার প্রতিটি ক্রেতার উৎসবে আনবে বাড়তি ঝলক আর স্মরণীয় মুহূর্ত।”

কিসনা’র ফ্র্যাঞ্চাইজি পার্টনার মিঃ অন্তু নারায়ণ চৌধুরী বলেন,
“কিসনা’র সঙ্গে যুক্ত হয়ে আমরা সোদপুরের গ্রাহকদের সামনে হাজির করছি এক অনন্য জুয়েলারি অভিজ্ঞতা—যেখানে আছে মৌলিকতা, নিখুঁত কারুকাজ আর উৎসবের আভিজাত্য। ‘দুর্গাপুজো’ উপলক্ষে এই উদ্বোধন আমাদের কাছে বিশেষ আনন্দের, কারণ আমরা ভোক্তাদের এমন ডিজাইন দিতে চাই যা তাদের উৎসবকে আরও সমৃদ্ধ করবে।”

সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে কিসনা উদ্বোধনী ইভেন্টে আয়োজন করে একটি রক্তদান শিবির এবং সুবিধাবঞ্চিতদের জন্য খাদ্য বিতরণ কার্যক্রম।

নতুন শোরুমের মাধ্যমে কিসনা শুধু পশ্চিমবঙ্গেই নয়, সমগ্র পূর্ব ভারতের গহনা প্রেমীদের কাছে পৌঁছে দিচ্ছে এক নতুন আভিজাত্য ও উৎসবমুখর কেনাকাটার অভিজ্ঞতা।

Latest Update