৯ আগস্ট ২০২৫, শিলিগুড়ি – বিশ্বব্যাপী স্বীকৃত ফিজিক্যাল সিকিউরিটি সলিউশন্স প্রদানকারী সংস্থা গানেবো পূর্ব ভারতের বাজারে তাদের উপস্থিতি আরও জোরদার করল। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অত্যাধুনিক ডিসপ্লে সেন্টার উদ্বোধনের মাধ্যমে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের ব্যবসায়ী মহলে সরাসরি পৌঁছানোর উদ্যোগ নিল প্রতিষ্ঠানটি।
এই ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেন গানেবো সেফ স্টোরেজের এশিয়া অঞ্চলের মার্কেটিং ও প্রোডাক্ট ম্যানেজমেন্ট হেড শ্রী অনির্বাণ মুখুটি এবং পূর্বাঞ্চলীয় রিজনাল ম্যানেজার শ্রী সুবীর দাস। গানেবোর অনুমোদিত চ্যানেল পার্টনার ময়ূখ মার্কেটিং-এর সহযোগিতায় গড়ে ওঠা এই সেন্টারটির ঠিকানা — 81/1/A রবীন্দ্র নগর, মেন রোড, রথখোলা মোড়ের কাছে, ২২ নম্বর ওয়ার্ড, শিলিগুড়ি, দার্জিলিং (পশ্চিমবঙ্গ) – ৭৩৪০০৬।

সেন্টারে প্রদর্শিত হচ্ছে গানেবোর জনপ্রিয় ব্র্যান্ড স্টিলেজ ও চাবসেফস-এর নানা পণ্য। এখানে গ্রাহকরা হাতে-কলমে পরীক্ষা করতে পারবেন সার্টিফাইড সেফ, লকার, ভল্ট, স্ট্রং রুম সলিউশন এবং উচ্চ নিরাপত্তা সম্পন্ন ইলেকট্রনিক ও মেকানিক্যাল লকস। ব্যবসা, জুয়েলারি হাউস ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন অনুযায়ী সঠিক সমাধান বেছে নিতে থাকছে বিশেষজ্ঞদের পরামর্শ সুবিধা।
শ্রী অনির্বাণ মুখুটি বলেন, “শিলিগুড়ি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে উন্নত ও সার্টিফাইড সিকিউরিটি সলিউশনের চাহিদা দ্রুত বাড়ছে। আমাদের ডিসপ্লে সেন্টার গ্রাহকদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সঠিক পণ্য নির্বাচন করতে সহায়তা করবে।”
গানেবো জানিয়েছে, দেশের টিয়ার-২ শহরগুলোতে ক্রমবর্ধমান চাহিদা পূরণে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত থাকবে এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি ও সলিউশন পৌঁছে দেওয়া হবে।