Bong insider

স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে জমকালো প্রাক-শারদীয়া উৎসব

2.46K রাজ্য 2 weeks ago

Kolkata, 25th September 2025: ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত প্রাক-শারদীয়া উৎসব। বেদমন্ত্র পাঠ এবং বিশিষ্ট অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজনেরা। রাজ্যের প্রশাসনিক আধিকারিক, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকাদের অংশগ্রহণে সারাদিন ধরে চলেছে একাধিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।

স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে ছিল প্রাচ্য এবং পাশ্চাত্যের অনন্য মেলবন্ধন। দেবী দুর্গার মর্ত্যে আগমন, মহিষাসুরমর্দিনীর পৌরাণিক কাহিনি থেকে শুরু করে নারী শক্তি, নারী ক্ষমতায়ন এবং সমাজে ক্ষমতার বিকেন্দ্রীকরণ -বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপর পরিবেশিত অনুষ্ঠান দর্শকদের মন জয় করে। বিশেষ আকর্ষণ ছিল সমাজের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের পরিবেশিত মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

প্রতি বছরের মতো এবারও রাজ্যের একাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছিলেন এই প্রতিযোগিতামূলক উৎসবে। দেবী বন্দনা, একক নৃত্য, দলগত নৃত্যসংগীত, আবৃত্তি ও সঙ্গীতের নানা পরিবেশনা টানা আট ঘণ্টার এই উৎসবকে অন্য মাত্রা এনে দিয়েছে। কয়েক হাজার ছাত্রছাত্রী, অধ্যাপক, অতিথি ও অভিভাবকের উপস্থিতি অনুষ্ঠানকে পরিণত করেছে মিলনমেলায়।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের নান্দনিক সাজসজ্জা নজর কেড়েছে সবার। প্রবেশদ্বার থেকে শুরু করে গোটা ক্যাম্পাস সেজে উঠেছিল ছাত্রছাত্রীদের হস্তশিল্প, আলপনা ও সোলার শিল্পকর্মে। বিশেষ আকর্ষণ ছিল মাল্টিমিডিয়া ও অ্যানিমেশন বিভাগের ছাত্রছাত্রীদের তৈরি পাট ও সোলা দিয়ে নির্মিত একচালার প্রতিমা, যা মহানগরের বড় বাজেটের দুর্গা পুজো মণ্ডপকেও কার্যত টেক্কা দিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য ড. নন্দন গুপ্ত, রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মুখ্য সচিব আইপিএস ড. রাজেশ কুমার, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস, উপাচার্য অধ্যাপক সুব্রত কুমার দে-সহ বিশিষ্টজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, কবি শ্রীজাত, শিল্পী শুভ্রা বসু, অভিনেতা চন্দন সেন প্রমুখ। তাঁদের উজ্জ্বল উপস্থিতি মুক্তমঞ্চকে করে তুলেছিল প্রাণবন্ত ও আনন্দমুখর।

স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় শুধু পঠনপাঠন নয়, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ ও কর্মসংস্থানের ওপর বরাবর গুরুত্ব দিয়ে এসেছে। এই প্রাক-শারদীয়া উৎসব সেই ধারাকে আরও দৃঢ় করে তুলেছে। একদিনের এই উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে উৎসবমুখর আবহ সৃষ্টি হয়েছে, তা কার্যত দুর্গোৎসবের আগমনী সুরকেই আরও উচ্চকিত করল।

Latest Update