Bong insider

দক্ষিণবঙ্গজুড়ে রাতভর বৃষ্টি, ভোর থেকে চরমে প্রভাব

4.5K আবহাওয়া 2 weeks ago

সোমবার রাত থেকেই শহর তথা গোটা দক্ষিণবঙ্গের আকাশে ঘনিয়ে আসে কালো মেঘ। রাত যত গভীর হয়েছে, ততই বেড়েছে বৃষ্টির পরিমাণ। গভীর রাতের টানা বৃষ্টিপাত ভোর হতে পৌঁছেছে চরমে। মঙ্গলবার সকাল থেকেই ঝমঝমে বৃষ্টিতে কার্যত ভেসে গেছে কলকাতা ও আশপাশের জেলাগুলি।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাতভর বজ্র-বিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি নেমেছে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এ ছাড়াও বৃষ্টি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদেও। শহরের একাধিক রাস্তায় জল জমে তৈরি হয়েছে যানজট। অফিস টাইমে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার ফলেই দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত চলছে। আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও সংলগ্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

All images captured & © by Dibakar Roy

Latest Update