Bong insider

হঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়াল প্যাড! আতঙ্ক নয়, গুগলের নতুন আপডেট

3.57K তথ্যপ্রযুক্তি 2 months ago

হঠাৎ করেই স্মার্টফোন ব্যবহারকারীদের ডায়াল প্যাডে পরিবর্তন দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছড়িয়েছে আলোচনা ও উদ্বেগ। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন – এটা কোনো ত্রুটি নয়, বরং গুগলের নতুন আপডেটের ফল।

কেন বদলাল ডায়াল প্যাড ?

২০২৫ সালের জুন মাসে গুগল ঘোষণা করেছিল তাদের নতুন ইউজার ইন্টারফেস – Material Design 3। সেই ঘোষণার পর থেকেই ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ফোনে আপডেট চালু হয়েছে। যাদের নতুন প্রজন্মের স্মার্টফোন রয়েছে, তাদের ফোনে এই পরিবর্তন সবার আগে দেখা যাচ্ছে।

কী কী বদল এসেছে?

  • নতুন স্টাইলের Dial Pad
  • Home Button-এর প্রত্যাবর্তন
  • যুক্ত হয়েছে Favorites Bar
  • আরও আধুনিক লুক ও ফিচার

অ্যান্ড্রয়েড আপডেটের নিয়ন্ত্রণ কার হাতে?

একসময় আলাদা সংস্থা থাকলেও ২০০৫ সালে গুগল অ্যান্ড্রয়েড কিনে নেয়। বর্তমানে বাজারে থাকা সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের আপডেটই আসে সরাসরি গুগলের তরফ থেকে।

বিশেষজ্ঞদের মতে, এটি ব্যবহারকারীদের ফোনের কোনো সমস্যা নয়। বরং গুগলের নতুন ইন্টারফেসের কারণে এই পরিবর্তন এসেছে। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Latest Update