একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে প্রত্যান্ত গ্রামের রাস্তাঘাট কংক্রিটে রূপান্তরিত হচ্ছে, অন্যদিকে শ্যামনগর থেকে পোলেরহাট পর্যন্ত রাস্তাটি যেন উন্নয়নের ছিটেফোঁটাও পায়নি। এই রাস্তার করুণ অবস্থা দেখে মনে হয় না এটি ২০২৫ সালের কোনো দৃশ্য – বরং যেন কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকার রাস্তাঘাট।
শ্যামনগর থেকে পোলেরহাট রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই একটি রাস্তার উপর নির্ভরশীল বহু গ্রামবাসী, কৃষক, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ। কিন্তু রাস্তাটি চলার অযোগ্য। বড় বড় গর্তে ভরা, কোথাও পিচের চিহ্নমাত্র নেই। বর্ষাকালে তো এসব গর্তে জমে থাকা জলে বোঝার উপায় থাকে না — গর্ত না জলাশয়!
এক বাসিন্দার কথায়,
“রোজ সকালে আমরা নিজেরা জানি না ঠিকভাবে ঘরে ফিরতে পারবো কিনা। অটো উল্টে যাচ্ছে, বাইক স্কিড করছে, গর্তে পড়ে ছিঁড়ে যাচ্ছে গাড়ির যন্ত্রাংশ। তবু কেউ যেন দেখছেই না।”
এই রাস্তাটির পাশেই রয়েছে পোলেরহাট থানা, অথচ যদি ওই এলাকায় কোনো দুর্ঘটনা বা অপরাধ ঘটে, তাহলে পুলিশ সময়মতো পৌঁছাতে পারবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। এমনকি পোলেরহাট স্কুলের সামনের রাস্তার অবস্থা এতটাই ভয়াবহ যে ছাত্রছাত্রীদের প্রতিদিন বিপদের মুখোমুখি হতে হচ্ছে।
নরক যাত্রার আর এক নাম – “শ্যামনগর থেকে পোলেরহাট রোড” pic.twitter.com/7UNg90UGYJ
— Bangla Express News (@BanglaExpressIn) July 30, 2025
স্থানীয় মানুষ বলছেন,
“এখানকার গর্তগুলিকে নলকূপ বললেও কম বলা হবে। একটু বৃষ্টিই যথেষ্ট — স্কুলের সামনে ছোটরা হাঁটতেই পারে না। কে নেবে এর দায়িত্ব?”
সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রতিদিন এই নরকসম রাস্তায় চলাফেরা করেও পোলেরহাটের মানুষজন চুপ। নেই কোনো রাস্তা অবরোধ, নেই কোনও মিছিল। মনে হয় যেন তারা ধরেই নিয়েছেন — উন্নয়ন তাদের জন্য নয়।
অনেকে মনে করেন,“পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত অনেক এলাকাই অবহেলিত। পোলেরহাট হয়তো তার নিখুঁত উদাহরণ।”
আমরা কি তবে অপেক্ষা করবো — কবে কোনো বড় দুর্ঘটনা ঘটবে, তখনই কি প্রশাসনের ঘুম ভাঙবে? এই প্রশ্ন আজ প্রতিটি পোলেরহাটবাসীর। রাস্তাটি যত দ্রুত সম্ভব পুনর্গঠন ও কংক্রিট করার দাবি এখন সময়ের প্রয়োজন। নয়তো “শ্যামনগর থেকে পোলেরহাট রোড”-এর নাম পরিবর্তন করে রাখতে হবে “নরক যাত্রা”। উল্লেখ্য , রাজনৈতিক ভাবে এলাকাটির অভিভাবক (তৃণমূল কংগ্রেস) সংসদ সায়নী ঘোষ ও (ISF ) বিধায়ক নওশাদ সিদ্দিকী।
শেয়ার করুন এই নিউজ টি , যাতে প্রশাসনের টনক নড়ে – আপনার এলাকাতেও যদি এমন সমস্যা থাকে, তা তুলে ধরুন – কারণ উন্নয়ন সবার প্রাপ্য।