Bong insider

অগাস্টে তিন তিনটি কর্মসূচির ঘোষণা ‘অভয়া মঞ্চ’-এর, ফের উত্তাল হতে চলেছে শহর

9.51K রাজ্য 3 months ago

কলকাতা, ২৬ জুলাই – কলকাতা শহরে ফের তীব্র রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের পূর্বাভাস। ‘অভয়া মঞ্চ’ অগাস্ট মাস জুড়ে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা করেছে। মোট তিনটি বড় কর্মসূচি সামনে এনেছে সংগঠনটি – পয়লা অগাস্ট CGO কমপ্লেক্স অভিযান, ৯ অগাস্ট ‘কালীঘাট চলো’ এবং ১৪ই অগাস্ট ‘রাত দখল’ কর্মসূচি।

‘CGO অভিযান’ – পয়লা অগাস্ট

‘অভয়া মঞ্চ’ সূত্রে জানা গিয়েছে, পয়লা অগাস্ট কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলির সদর দফতর CGO কমপ্লেক্স অভিযান করা হবে। অভিযোগ, আর জি কর কাণ্ডে একবছর পার হলেও ন্যায়ের কোনও অগ্রগতি হয়নি। সেই কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ তুলে এই অভিযান।

৯ অগাস্ট – ‘কালীঘাট চলো’ ও আর জি কর কাণ্ডের ১ বছর

৯ অগাস্ট একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। একদিকে, আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ইন্টার্নের ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্তি। নিহত তরুণীর মা-বাবা এই দিনেই নবান্ন অভিযান-এর ডাক দিয়েছেন। অন্যদিকে, অভয়া মঞ্চ ‘কালীঘাট চলো’ কর্মসূচির ডাক দিয়েছে – সরাসরি রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্বের বাসভবনের সামনে প্রতিবাদ জানাতে।

তবে, কালীঘাট অভিযানের জন্য এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে অনুমতি মেলেনি বলে জানা গিয়েছে। সেই কারণে অভয়া মঞ্চ ফের কলকাতা পুলিশকে ইমেল করে অনুমতি চেয়েছে।

১৪ অগাস্ট – ফের ‘রাত দখল’

১৪ই অগাস্ট, স্বাধীনতা দিবসের আগের দিন রাতে ফের ‘রাত দখল’ কর্মসূচির ঘোষণা করেছে অভয়া মঞ্চ। শহরের বিভিন্ন এলাকায় প্রতীকী অবস্থান, মিছিল এবং প্রতিবাদের মধ্য দিয়ে “নিরাপত্তাহীনতার অন্ধকারে আলো জ্বালানোর বার্তা” দেবে এই কর্মসূচি।

ত্রিফলা আন্দোলনের ডাক

এই তিনটি কর্মসূচিকে একত্রে ‘ত্রিফলা আন্দোলন’ নামে অভিহিত করেছে অভয়া মঞ্চ। সংগঠনটির দাবি, “বিচার, নিরাপত্তা ও প্রশাসনিক দায়বদ্ধতার দাবিতে এই ত্রিফলা আন্দোলন।”

রাজনৈতিক পর্যবেক্ষণ

রাজ্যজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলিও এই কর্মসূচিগুলির দিকে নজর রাখছে। আর জি কর-কাণ্ডে পুলিশের ভূমিকা, প্রশাসনের নীরবতা এবং দীর্ঘ তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে অভয়া মঞ্চের ধারাবাহিক আন্দোলন আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখযোগ্য তারিখ:

  • ১ অগাস্ট: CGO অভিযান
  • ৯ অগাস্ট: কালীঘাট চলো ও নবান্ন অভিযান
  • ১৪ অগাস্ট: রাত দখল কর্মসূচি

আন্দোলনের প্রতিটি মুহূর্তেই নজর থাকবে গোটা রাজ্যের – অভয়া মঞ্চের দাবি কতদূর ফলপ্রসূ হয়, সেটাই এখন দেখার।

  • ✅Seamless Bluetooth Calling with Speaker & Mic: The built-in speaker and mic offer a clear audio experience, making this…
  • ✅1.85″ HD Display with 500 Nits Brightness: Enjoy a vibrant viewing experience on the 1.85″ HD screen with 500 nits of b…
  • ✅Comprehensive Health Monitoring: The GOBOULT Drift+ smartwatch offers complete health insights, featuring 24/7 heart ra…

Latest Update